Home / Entertainment / কঠিন রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরীমনি

কঠিন রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুটিং স্পট থেকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ সময় পরীমনির সঙ্গে ছিলেন তার স্বামী শরিফুল রাজ। হাসপাতালে ভর্তির বিষয়টি পরীমনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে পরীমনি গণমাধ্যমকে জানান, হাসপাতালে আছি। বাকিটা এখনও জানি না। শুটিং স্পট থেকে হাসপাতালে ভর্তি করা হয় এই নায়িকাকে।

গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে গাজীপুরের শালনায় অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার ইউনিটে অংশ নেন পরীমনি। বুধবার (২৬ জানুয়ারি) শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শুটিং শুরু হওয়ার আগে পরীমনির শারীরিক অবস্থা খারাপ হয়ে থাকে।

মধ্যরাতে পরীমনির শারীরিক অবস্থা আরও অবনতি হলে ভোররাতে তাকে ঢাকায় আনা হয় এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর-কাশিসহ করোনার লক্ষণ দেখা দেয় পরীমনির।

এ জন্য বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভোরে হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দিয়েছেন পরীমনি। করোনা পরীক্ষার রিপোর্ট পেতে সময় লাগবে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি পরীমনি।

About admin

Check Also

তিন সন্তান নিয়ে ফের ব্যবসায়ীকে বিয়ে করলেন কণিকা

ফের বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের ‘বেবি ডল’খ্যাত কণ্ঠশিল্পী কণিকা কাপুর। পাত্র লন্ডনপ্রবাসী ব্যবসায়ী গৌতম হাতিরমণি। …

Leave a Reply

Your email address will not be published.