চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ফ্লাইওভারের পিলারে ফাটল দেখা দেওয়ায় যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নতুন চান্দগাঁও আবাসিক অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান।
তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে ফ্লাইওভারের ওপর ও নিচের অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে অন্য পাশ খোলা রয়েছে। ফ্লাইওভার ব্যবস্থাপনায় দায়িত্বরতরা এসে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল বলেন, ফ্লাইওভারের কালুরঘাটমুখী র্যাম্পের দুটি পিলারে ফাটল দেখা দিয়েছে। এতে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ওই অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
১০৬ কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভারটি নির্মাণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ২০১২ সালের ২৪ নভেম্বর এটির গার্ডার ধসে অন্তত ১৩ জন নিহত হন।